Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ - কবিতাশিরোনাম - বাউণ্ডুলে আমিনূপুর আঢ্য০৫/০৩/২০২৪
যেথায় যাই শুনতে পাইবাউণ্ডুলে তুমি,নেই আমার ঘরদুয়ারনেই থাকার ভূমি।
কেউ আবার পাগল বলেএড়িয়ে থাকে দূরে,তাড়িয়ে দেয় সামনে থেকেথাকে পেছন ঘুরে।
সব কিছুই ছিলো আমারছিলো বাড়ি ঘর…


 বিভাগ - কবিতা

শিরোনাম - বাউণ্ডুলে আমি

নূপুর আঢ্য

০৫/০৩/২০২৪


যেথায় যাই শুনতে পাই

বাউণ্ডুলে তুমি,

নেই আমার ঘরদুয়ার

নেই থাকার ভূমি।


কেউ আবার পাগল বলে

এড়িয়ে থাকে দূরে,

তাড়িয়ে দেয় সামনে থেকে

থাকে পেছন ঘুরে।


সব কিছুই ছিলো আমার

ছিলো বাড়ি ঘর,

বিশ্বাসের সুযোগ নিয়ে

বানিয় দিলো পর।


মাথার ছাদ হারিয়ে আমি

বাউণ্ডুলে হয়ে,

ঘুরে বেড়াই চতুর্দিকে

ঝড় বৃষ্টি সয়ে।


তোমরা যদি সদয় হও

বাড়িয়ে দাও হাত,

জীবন হবে পরিপূর্ণ

ঘুচবে কালো রাত।


সেই আশায় দিন গুনছি

বিচার পাবো ঠিক,

লোকচক্ষে হবো না ছোট

সঠিক পাবো দিক।