সৃষ্টি সাহিত্য যাপন :
শিরোনাম : " তুমি আমার জীবন জুড়ে " কলমে : মৃণাল কান্তি ঘোষ তাং : ০৬/০৩/২০২৪ """""""""""""""""&qu…
সৃষ্টি সাহিত্য যাপন :
শিরোনাম : " তুমি আমার জীবন জুড়ে "
কলমে : মৃণাল কান্তি ঘোষ
তাং : ০৬/০৩/২০২৪
""""""""""""""""""""""""""""""
আজ তোমার পরনে অগোছালো শাড়ি,
চিরুনী ছাড়া এলোমেলো চুল,
কপালে ঘষে যাওয়া সিঁদুরের টিপ,
চোখে কালো কাজল...
ব্যস্ততায় ভেজা শরীরের গন্ধ...
নতুন রূপে দেখছি তোমায় প্রিয়।
সময় বয়ে গেছে তার নিজের নিয়মেই,
অনেকটা পূর্ণতা এসেছে তোমার মধ্যে,
সংসারি হয়েছো পুরোদস্তুর, মমতাময়ী মা হয়েছো;
সংসারের সবদিকে সুচারু দৃষ্টি তোমার...
শুধু আমার খেয়াল রাখো না।
ভালোবেসে আমার সবকিছু আগলে রেখেছো,
কিন্তু আমাকেই তুমি অভিমানী বানিয়ে দিলে।
এত কিছুর পরেও একটু খবর রেখো নিজের...
খেয়াল রেখো আমার;
ভালোবাসা ছাড়া আর কিই বা দেবো তোমায়!
তুমি আমার রাজরানি হয়ে যেমন ছিলে তেমনি থেকো
আমার শরীর মন সমস্ত অবয়ব জুড়ে।
তুমি আছো তাই আমার পৃথিবী আজও অভিমানী নয়,
তুমি আছো তাই আমার জীবন জুড়ে ভালোবাসা ময়।।
-----------@------------
- করণ দিঘী, উত্তর দিনাজপুর।