Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণপতি বসু জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও জলসত্র

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....গণপতি বসু জন্মশতবর্ষ উদযাপন্ কমিটির উদ্যোগে,টাটা ফাউন্ডেশনের অন্তর্গত সংস্থা 'টাটা স্ট্রাইভ'-এর সহযোগিতায় শুক্রবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের প্রবেশ পথে সদরঘ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....গণপতি বসু জন্মশতবর্ষ উদযাপন্ কমিটির উদ্যোগে,টাটা ফাউন্ডেশনের অন্তর্গত সংস্থা 'টাটা স্ট্রাইভ'-এর সহযোগিতায় শুক্রবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের প্রবেশ পথে সদরঘাট আমতলায়, অধুনা পৌরসভা নামাঙ্কিত গণপতি বসু সরণীতে। এলাকার প্রায় শতাধিক মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।

এরই সাথে সাথেই প্রচন্ড দাবদাহে জলসত্রের মাধ্যমে পথচারীদের ঠান্ডা জল এবং সরবৎ দেওয়া হয়। উপস্থিত ছিলেন গণপতি বসুর পুত্র, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু,সমাজ কর্মী, শিক্ষক সুদীপ খাঁড়া, টাটা স্ট্রাইভের পক্ষে সন্দীপ কোলে, রাজীব গরাই, সুভাষ নাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গণপতি বসুর পৌত্র অভ্রনীল বসু। এলাকাবাসীরা এই উদ্যোগের প্রশংসা করেন।