Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা এবং বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরলেন গানে কথায় পথ সভায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান

বাবলু বন্দ্যোপাধ্যায়‌।    তমলুকশুরু হয়ে গেছে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন। ভোটদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে গানে কথায় কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায় হাটে বাজারে মন্দির প্রাঙ্গণ থেকে মানুষের দ্বারে দ্বারে পূর্ব …


 বাবলু বন্দ্যোপাধ্যায়‌।    তমলুক

শুরু হয়ে গেছে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন। ভোটদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে গানে কথায় কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায় হাটে বাজারে মন্দির প্রাঙ্গণ থেকে মানুষের দ্বারে দ্বারে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত। অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা এবং বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরছেন সর্বস্তরের ভোটারদের মধ্যে। নিজেরা গান লিখে সুর দিয়ে তৈরি করেছেন গানের দল। পুরুষ এবং মহিলা মিলে প্রায় ৩০ জনের মধ্য থেকে দুটি দল তৈরি করা হয়েছে। যে যার শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের স্বপক্ষে হাতে হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন প্রচার পত্র হারমোনিয়াম খোল করতাল নিয়ে বিভিন্ন স্থানে ভোটার সচেতনতার কাজ করছেন স্বেচ্ছাস্রমে। সামাজিক দায়িত্ববোধ থেকে আগ্রহ এবং অর্থব্যায়ে। দলে অংশ নিয়েছেন তরুণা, শুক্লা, মধুছন্দা, রুমি , সবিতা, অপর্ণা, সোনামনির মতো গৃহবধূ থেকে বাবুরাম, মাধব ,উত্তম, চুনিলাল, শংকর শান্তনু কার্তিক সুশান্তর মতো উদ্যোগী মানুষজন। সংস্থার পক্ষে অসীম দাস জানান  সাধারণ নির্বাচন নিয়ে যেকোনো রাজনৈতিক দলের কর্মসূচির সাথে যে কোন সচেতনশীল সংস্থা থেকে নাগরিক এই বিষয়ে বক্তব্য বা অনেক কিছুই বলার থাকতে পারে সেই ভাবনা থেকে এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। বেশ পরিচালনাও দেশ গঠনের ক্ষেত্রেই ভোটাধিকার প্রয়োগ হল প্রথম ধাপ। কেবল গানই নয় নাচে প্রদর্শনীতে প্র্যাকার পোস্টার এবং প্রচার পত্র বিতরণের মাধ্যমে এই প্রজন্মের নতুন ভোটার থেকে সর্বস্তরের মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেছেন এই সংস্থা। রেল টেশন থেকে ফুল বাজার  ট্রেকার স্ট্যান্ড বিভিন্ন দেবালয় প্রাঙ্গণ থেকে পাড়ায় পাড়ায় পথসভার মধ্য দিয়ে এনারা গানে কথায় কবিতায় এটাই বুঝাতে চাইছেন। 'আঙুলে কালির দাগ দেশ গঠনের প্রথম ধাপ 'গানের কথায় বলছেন। কবিতার মাধ্যমে বোঝাতে চাইছেন আমাদের রায়ে কেউ  মুখ্যমন্ত্রী আবার জনতার রায় জিতেই হবেন প্রধানমন্ত্রী তাই নির্বাচনে জয়ী হয়ে দিল্লি যাবেন যারা জনসেবার প্রতিশ্রুতি পালন করুক তারা। ইতিমধ্যে এই সচেতনতামূলক প্রচার কোলাঘাট ব্লক জুড়ে বিশেষ ভাবে প্রভাব ফেলেছে পথ চলতি মানুষের মধ্যে।