Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর টাউন স্কুলের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব, সংবাদদাতা, মেদিনীপুর..... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুল। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদ…


নিজস্ব, সংবাদদাতা, মেদিনীপুর..... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুল। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের প্রাক্তনী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বিদ্যালয়ের কার্তিক চন্দ্র মিত্র সভাগৃহে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৩২ জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ, প্রাক্তনছাত্রগণ ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা। শিবিরে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহরলাল পৈড়া। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি চিকিৎসক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত,বিদ্যালয় প্রাক্তনীর সম্পাদক গোপাল সিনহা, শিক্ষানুরাগী অশোক ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী রথীন দাস,দীপেশ দে, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, রাহুল কোলে, জালাল মল্লিক সহ অন্যান্যরা।

ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা শিক্ষাকর্মীরা।এদিনের কর্মসূচি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা তেওয়ারী। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত রক্তদাতা সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহরলাল পৈড়া।