Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের দুটি সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের মহিলাদলের দুটি সংগঠন। 'আলোকিতা এক আলোকবর্তা' এবং 'বিধাননগর মহিলা সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম' এর যৌথ উদ্যোগে মেদিন…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের মহিলাদলের দুটি সংগঠন। 'আলোকিতা এক আলোকবর্তা' এবং 'বিধাননগর মহিলা সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম' এর যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। দুটি সংস্থার এই প্রথম প্রয়াসে রক্ত দিলেন মোট ৩৭ জন রক্তদাতা।

রক্তদাতাদের উৎসাহিত করতে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট উদ্যোগপতি এবং দুই সংস্থার মুখ্য উপদেষ্টা বজরঙলাল আগরওয়াল, স্থানীয় কাউন্সিলর মৌ রায়, সমাজকর্মী জয় রায়, সুব্রত মহাপাত্র, সুসীম মুখার্জি, সুব্রত রায়, সুশান্ত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া,স্নেহময় দত্ত, পূর্ণিমা মহান্তি,অসীম ধর,সুমন চ্যাটার্জী,সুজিত বসু, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস,রীতা বেরা, দীপান্বিতা মুখার্জি,ঘনশ্যাম ঘোরাই,অন্তরা বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন বরুণা মহাপাত্র, আগমনী কর মিশ্র,সংঘমিত্রা প্রধান,সোমা বেরা, মৌসুমী ভট্টাচার্য,শীলা দত্ত,মিঠু সরকার,মিলি চক্রবর্তী, সুদীপ্তা গোস্বামী,কাকলি কর, মোনালিসা দাস সহ অন্যান্যরা।

শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার উপদেষ্টা বজরঙলাল  আগরওয়াল এবং দুটি সংস্থার অন্যতম কর্মকতা বরুণা মহাপাত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। উল্লেখ্য এদিনই আনুষ্ঠানিক ভাবে  নবরূপে পথচলা শুরু করলো বিধাননগর মহিলা সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম।