Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে মেদিনীপুর শহরে প্রচারাভিযান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থনে বামেদের তরফে লড়াই করছেন সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। তৃণমূল প্রার্থী জুন মালিয়া বা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সাথে প্রচারে জোর টক্কর দ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থনে বামেদের তরফে লড়াই করছেন সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। তৃণমূল প্রার্থী জুন মালিয়া বা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সাথে প্রচারে জোর টক্কর দেওয়ার চেষ্টা করছেন বাম প্রার্থী বিপ্লব ভট্ট।

স্থানীয় প্রার্থী হিসেবে কিছু ক্ষেত্রে এডভান্টেজ রয়েছে বিপ্লব বাবুর। মেদিনীপুর লোকসভার অন্যান্য এলাকার পাশাপাশি মেদিনীপুর শহরেও প্রচারের গতি বাড়াছে বামেদের।

গত দুদিনে মেদিনীপুর শহরের নিমতলাচক,পাটনাবাজার ,,জুগনুতলা,ভীমচক,বটতলা, স্পোর্টস কমপ্লেক্স, সিপাইবাজার, হবিবপুর, কোতবাজার এলাকায় মিছিল করে প্রচার করেছেন বাম প্রার্থী।প্রচারপর্বে উপস্থিত ছিলেন কংগ্রেস, সিপিআইএম, সিপিআই সহ অন্যান্য বামপন্থী দলের নেতৃত্ব ও কর্মীগণ।