Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিয়ে মেচেদায় পদযাত্রা ও থার্মাল গেটে বিক্ষোভ

বাবলু বন্দোপাধ্যায়।   তমলুকবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার ৫ই জুন শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক পর্যন্ত এক পদযাত্রার কর্মসূচি গ্রহণ ক…


 বাবলু বন্দোপাধ্যায়।   তমলুক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার ৫ই জুন শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক পর্যন্ত এক পদযাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি উপলক্ষে মেছেদা পাঁচ মাথার মোড় ও থার্মাল গেট এক পথসভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাক্তার বিশ্বনাথ পড়িয়া, মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক ডাক্তার কালিশংকর পাত্র। বক্তাদের বক্তব্য মেচেদা এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রীয় জলমগ্ন থেকে যে প্রাণঘাতী ভয়াবহ দূষণ ছড়াচ্ছিল আন্দোলনের মাধ্যমে তা অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেলেও বর্তমানে মেচেদার আবর্জনা দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, আজকের দিনটিকে সামনে রেখে এর সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে সরকারের কাছে দাবি রাখেন। মেছেদা বাঁপুর ও দেনান খালে  বিদ্যুৎকেন্দ্রের ছাই মিশ্রিত জলের আবর্জনা ফেলার জন্য যে পরিবেশ দূষণ হচ্ছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হয়।