বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাঁশকুড়া ও শহীদ মাতঙ্গিনী ব্লকের ৮১টি মৌজার কৃষির জন্য জল নিকাশির একমাত্র জীবনে রেখা হল ২২ কিমি দীর্ঘ সোহাদিঘি খাল। এই খালটি সংস্কার না হওয়ায় জল জল নিকাশি ও সেচের সমস…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাঁশকুড়া ও শহীদ মাতঙ্গিনী ব্লকের ৮১টি মৌজার কৃষির জন্য জল নিকাশির একমাত্র জীবনে রেখা হল ২২ কিমি দীর্ঘ সোহাদিঘি খাল। এই খালটি সংস্কার না হওয়ায় জল জল নিকাশি ও সেচের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষজনদের। উল্লেখ করা যায় সাধারণ মানুষ একপ্রকার বর্ষাকালীন সময়ে অতিষ্ঠ হয়ে ওঠে জলযন্ত্রণায়। শুক্রবার একগুচ্ছ দাবি নিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষজনরা সেচ দপ্তরের এসডিও তমলুক সৌরভ দাসের নিকট ডেপুটেশন সহ ১৪০০ জনের গণস্বাক্ষর সম্মিলিত একটি আবেদন পত্র তুলে দিলেন। সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে আলোচনায় বসেন আধিকারিকরা। বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন ভোগপুর এলাকার বিশিষ্ট শিক্ষক নবেন্দু ঘড়া, এলাকার কৃষক নেতা চিত্ত জানা সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। উল্লেখ করা যায় সংশ্লিষ্ট এলাকার খালগুলিতে ব্যাপকভাবে কচুরিপানা থেকে শুরু করে গেট গুলি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ সরকার বারংবার আশ্বস্ত করলেও প্রতিবছরই তাদেরকে বর্ষাকালীন সময়ে জল যন্ত্রণায় ভুগতে হয়।