Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের বিষ্ণুপুর ২ গ্রাম পঞ্চায়েতে বিজেপির কর্মী সমর্থকরা বিজয়ৎসবে মাতল

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকতমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বিজয় উৎসবে মাদল ধামসা মাদল থেকে শুরু করে তাসা পাটি নিয়ে। বৃহস্পতিবার এমনই একটি চিত্র উঠে আসতে দেখা গেল তমলুক লোকসভা কেন্দ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বিজয় উৎসবে মাদল ধামসা মাদল থেকে শুরু করে তাসা পাটি নিয়ে। বৃহস্পতিবার এমনই একটি চিত্র উঠে আসতে দেখা গেল তমলুক লোকসভা কেন্দ্রের অধীন বিষ্ণুপার ২ গ্রাম পঞ্চায়েতে । এই গ্রাম পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দখল করেছিল। সেই জয়ের ধারাও এবারও লোকসভা নির্বাচনে জারি থাকায় দলীয় কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠে। গেরুয়া আবির মেখে কর্মী সমর্থকরা অঞ্চলের বিভিন্ন স্থানে লাড্ডু বিলি করছে এ দৃশ্য দেখা গেছে। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি ও তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিষ মন্ডল, তমলুক মন্ডল ৪ এর মন্ডল সভাপতি স্বপন মান্না, বিষ্ণুপুর ২ অঞ্চলের প্রধান সরস্বতী জানা, উপপ্রধান অসিত পট্টনায়ক সহ শাখা সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে ব্লক পর্যায়ের নেতৃত্বরা।