কবিতাশিরোনামঃ--- নব জাগরণের পালাকলমেঃ--- মানব মিশ্র১৩/০৬/২০২৪যে দেশে,--জুতা বিক্রি এস সি ঘরেবই বিক্রি ফুটপাতে,শিক্ষার সেথা কত দুর্দশাপ্রমাণ তো হাতেনাতে।এ কথাটি আমার নয় গোকালাম সাহেবের বাণী,অপ্রিয় হলেও এটাই সত্যিসবাই যে তা মানি।…
কবিতা
শিরোনামঃ--- নব জাগরণের পালা
কলমেঃ--- মানব মিশ্র
১৩/০৬/২০২৪
যে দেশে,--
জুতা বিক্রি এস সি ঘরে
বই বিক্রি ফুটপাতে,
শিক্ষার সেথা কত দুর্দশা
প্রমাণ তো হাতেনাতে।
এ কথাটি আমার নয় গো
কালাম সাহেবের বাণী,
অপ্রিয় হলেও এটাই সত্যি
সবাই যে তা মানি।
শিক্ষা যেথায় ভিক্ষা করে
গর্ব করে নীতি,
চিরকাল জেগে রবে সে দেশে
শিশু শ্রমের রীতি।
পোড়া পেটের দহন জ্বালা
ওরা মেটায় যে শ্রম করে,
আজ মানবিকতা সহানুভূতি
নেই যে তাদের তরে।
অবিরত চুরি হয় যে দেশে
গরীবের সুখ সম্পদ,
দারিদ্রতা দূরিকরণ সেথায়
শুধুই হাস্যস্পদ।
রাজনীতি ব্যবসা যে দেশে
ব্যবসায়ী যত নেতা,
গনতন্ত্রের হাটে তারাই
স্বাধীনতা বিক্রেতা।
সেবার নামে স্বার্থসিদ্ধি
দেশটা চুলোয় যাক,
ধনী আরো হোকনা ধনী
গরীব গরীব থাক।
চেতনা যেথায় আমিত্বের সুখে
ঘুমঘোরে দিবানিশি,
অনগ্রসর জাতির হাতে
ধরিয়ে বিষের শিশি।
সততা যেথায় টাকার তলায়
শ্বাসরোধ হয়ে মরে,
বিচার সে দেশে গরীবের তরে
থাকবে কেমন করে ?
চোরেরা যে দেশে চুরি করেও
পরম পূজ্য হয়,
সেথায় হতদরিদ্র প্রজার বুকে
হাহাকার জেগে রয়।
শ্রম করছে করুক ওরা
মেটাক ক্ষিদের জ্বালা,
ওদের দেখে চেতনা জাগুক
নবজাগরণের পালা।