Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

দিশা হারা
কবি মলয় কৃষ্ণ বিশ্বাস
দেশে থেকে দিশা হারা কত ধান্দা-বাজ,ফন্দি করে দল গড়ে ভোটে করে জয়,মন বল কম যাঁর কত পাল্টি হয় ,লোক জন ভোট দেয় করে নিজ কাজ।
কাজ ভুলে যায় চলে দিন করে পার,দল নেতা ধরে ছাতা দল দাস হয়ে,ঘুষ খায় চেলা তাঁর কত গাল…

 


দিশা হারা


কবি মলয় কৃষ্ণ বিশ্বাস


দেশে থেকে দিশা হারা কত ধান্দা-বাজ,

ফন্দি করে দল গড়ে ভোটে করে জয়,

মন বল কম যাঁর কত পাল্টি হয় ,

লোক জন ভোট দেয় করে নিজ কাজ।


কাজ ভুলে যায় চলে দিন করে পার,

দল নেতা ধরে ছাতা দল দাস হয়ে,

ঘুষ খায় চেলা তাঁর কত গালি শয়ে,

মুখে বুলি বড় কথা ধারে কার ধার।


পাঁচ সাল পার করে দশ সাল পেলে,

সব শেষ করে দেয় নেতা মন্ত্রী মিলে।


দেশ বাসী দিশা হারা বাক রুদ্ধ থাকে,

কর্ম হীন কত লোক কাজ খুঁজে ফেরে,

সাম্য ভাবে লক্ষ্য যাঁর  লাজে মুখ ঢাকে,

তালা ভাঙা চাবি কার দেশ লুট করে ।