সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ মোহ থেকে দূরেকলমে: সুদীপ সাহাতারিখ:১৪/০৬/২০২৪
কেমনে জানি দিয়েছি মন তোমা পানেকেটে যায় প্রহর, কেটে যায় বেলা।হঠাৎ গোপনে যে বিঁধিয়াছ আলপিন জীবন থেকে খুঁটে তুলি সারাদিন।
জীর্ণ হৃদয় খুঁজে চলে শুধুক্ষত নি…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামঃ মোহ থেকে দূরে
কলমে: সুদীপ সাহা
তারিখ:১৪/০৬/২০২৪
কেমনে জানি দিয়েছি মন তোমা পানে
কেটে যায় প্রহর, কেটে যায় বেলা।
হঠাৎ গোপনে যে বিঁধিয়াছ আলপিন
জীবন থেকে খুঁটে তুলি সারাদিন।
জীর্ণ হৃদয় খুঁজে চলে শুধু
ক্ষত নিরাময়ের একটু যদি প্রলেপ।
বিশ্বাসের নেই যেন কোন অস্তিত্ব
প্রতি মুহূর্তে প্রতারণার হাতছানি।
শুধু কথার কথা, শুধু মিথ্যে মায়াজালে-
জড়িয়ে অসহায় করেছি নিজেকে।
স্বপ্নগুলো যেন আজ দুঃস্বপ্নের প্রতিবিম্ব
তাসের ঘরের মতোই যেন তার অস্তিত্ব।
শোধরাবার তবু প্রচেষ্টা আরো একবার
নিজেকে ফিরে পেতে চাই আবারও,
ভুলে যেতে চাই সকল জমে থাকা
মোহের নেশায় জমানো ভালোবাসা।