Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই এর বিক্ষোভ তমলুকে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকরাজ্য সরকার দ্রব্যমূল্য বৃদ্ধিতে নীরব ভূমিকা নেওয়া সাধারণ মানুষের জীবন অষ্টাগত। দ্রুত দ্রব্যমূল্য  বৃদ্ধি নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে মঙ্গলবার তমলুকের হসপিটাল মোড়ে এসইউসিআই (কম্যুনিস্ট) দলে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

রাজ্য সরকার দ্রব্যমূল্য বৃদ্ধিতে নীরব ভূমিকা নেওয়া সাধারণ মানুষের জীবন অষ্টাগত। দ্রুত দ্রব্যমূল্য  বৃদ্ধি নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে মঙ্গলবার তমলুকের হসপিটাল মোড়ে এসইউসিআই (কম্যুনিস্ট) দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নাবার হুঁশিয়ারি দিল। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বর্তমান বেশ কয়েকটি আশু ঘটনা নিয়েও নেতৃত্বরা সবর হয়। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জ্ঞানানন্দ রায়, শিলা দাস, অনুপ মাইতি, শম্ভু মান্না প্রমুখ।