বিভাগ-কবিতাশিরোনাম-ভারতকলমে-শুভায়ন দেতারিখ-06/06/2024ভারতের মাটি, পুণ্যভূমি এখানে মিলেছে বহু সংস্কৃতি। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একতার সুরে বাজে অনন্ত গান॥বিভিন্নতায় এখানে মিলনের আনন্দ প্রাচীন এবং আধুনিক হৃদয়ে হৃদয…
বিভাগ-কবিতা
শিরোনাম-ভারত
কলমে-শুভায়ন দে
তারিখ-06/06/2024
ভারতের মাটি, পুণ্যভূমি এখানে মিলেছে বহু সংস্কৃতি। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একতার সুরে বাজে অনন্ত গান॥
বিভিন্নতায় এখানে মিলনের আনন্দ প্রাচীন এবং আধুনিক হৃদয়ে হৃদয়বন্ধন। পাহাড়, সমুদ্র, মরুভূমি সবাই মিলে দেশটি করে উজ্জ্বল এক অপরূপ ঝলকে॥
মধুর স্মৃতি, বীরত্বের কাহিনী বীজ বপন করে যাওয়ার আশা নতুন করি। ভারতের মাটিতে ফুটে ওঠে সুখ ও শান্তির পথ এই দেশ আমাদের, এই দেশ আমার সর্বস্ব॥
©Suvayan Dey