Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম :- তৃষিত আঙিনাকলমে:- প্র হ্লা দতারিখ :- ১৪/০৬/২৪
কতদিন আমার হৃদয় আঙিনায়পা পড়েনি তারঅথচ সকল আবর্জনাপরিষ্কার করে মনোরম আল্পনায় সাজিয়ে রেখেছিলাম চারপাশ। সে আসবে বলে কচি পল্লব আর কুর্চি ফুলের মালায়সাজিয়ে ছিল…

 


শিরোনাম :- তৃষিত আঙিনা

কলমে:- প্র হ্লা দ

তারিখ :- ১৪/০৬/২৪


কতদিন আমার হৃদয় আঙিনায়

পা পড়েনি তার

অথচ সকল আবর্জনা

পরিষ্কার করে মনোরম আল্পনায় 

সাজিয়ে রেখেছিলাম চারপাশ। 

সে আসবে বলে কচি পল্লব 

আর কুর্চি ফুলের মালায়

সাজিয়ে ছিলাম তোরণ দ্বার।

কাঁচা হলুদ আর শ্বেত চন্দনও

আনিয়ে রেখেছিলাম তার জন্য। 


এই গ্রীষ্মে পশ্চিমের সব জানালায়

খসখস ঝুলিয়ে রেখেছিলাম

আর দারোয়ানকে বলেছিলাম

তাতে ঘনঘন সুগন্ধি মেশানো 

জলের ঝাপটা দিতে কারণ

সে গরম সইতে পারে না। 


আমার সকল চেনাশোনা পাখিদের

বলে রেখেছিলাম

সে এলে আমার বাড়ির উঠোনের

আম গাছটায় বসে মেঘমল্লার গাইতে

কিন্তু সে আজও

আমার তৃষিত আঙিনায় 

তার রাঙা পায়ের পরশ দিতে এলো না।

অথচ অনেক আগেই 

তার আসার কথা ছিল। 

                  *****

© প্রহ্লাদ মণ্ডল