Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

ভালো থাকার মন্ত্র              ---সুমন।১২.০৬.২০২৪২৯.০২.১৪৩১
চাইছে সবাই থাকবে ভালোনিজের মতো করে,সেই বাসনায় আমিত্ব প্রকটসমাজকে রেখে দূরে।পাচ্ছে যখন, খাচ্ছে নিজেইবুভুক্ষু যায় মরে,টাকার বলেই থাকবে ভালোমুমূর্ষু থাকে পড়ে।বাড়তি, উদ্ব…

 


ভালো থাকার মন্ত্র

              ---সুমন।

১২.০৬.২০২৪

২৯.০২.১৪৩১


চাইছে সবাই থাকবে ভালো

নিজের মতো করে,

সেই বাসনায় আমিত্ব প্রকট

সমাজকে রেখে দূরে।

পাচ্ছে যখন, খাচ্ছে নিজেই

বুভুক্ষু যায় মরে,

টাকার বলেই থাকবে ভালো

মুমূর্ষু থাকে পড়ে।

বাড়তি, উদ্বৃত্ত নৈবেদ্য ঢালে

মন্দির মসজিদ গীর্জায়,

ভিক্ষুক হাজার কাকুতি করে

দুমুঠো ভিক্ষা চায়।

নিজের পরিবার রাখতে সুখে

তাদের নিয়েই চলা,

ঝরছে অশ্রু বাবা, মায়েদের

আজ তারা অবলা।

অন্যের ভালো দেখলে জ্বলে

বাঁকা চোখে তাকায়,

সুযোগ বুঝেই নিন্দা, বদনাম

বলছে কথায়, কথায়।

ভালো থাকবার যন্ত্র একটাই

ঠোঁটের কোণে হাসি,

চরৈবেতি মন্ত্র উচ্চারণে বলো

আমি, মানুষ ভালবাসি।