Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ - কবিতাশিরোনাম - জামাই ষষ্ঠীনূপুর আঢ্য১২/০৬/২০২৪
শ্বশুড় শাশুড়ি ভীষণ ব্যাস্তজামাই ষষ্ঠী আজ,আসছে জামাই শ্বশুর বাড়িতেচলবে জামাই রাজ।
শ্বশুরমশাই হাঁকডাক করেএদিক ওদিক ঘুরে,খুশির মেজাজে আছেন এখনপরান যায় যে জুড়ে।
দই সন্দেশ আম জা…

 


বিভাগ - কবিতা

শিরোনাম - জামাই ষষ্ঠী

নূপুর আঢ্য

১২/০৬/২০২৪


শ্বশুড় শাশুড়ি ভীষণ ব্যাস্ত

জামাই ষষ্ঠী আজ,

আসছে জামাই শ্বশুর বাড়িতে

চলবে জামাই রাজ।


শ্বশুরমশাই হাঁকডাক করে

এদিক ওদিক ঘুরে,

খুশির মেজাজে আছেন এখন

পরান যায় যে জুড়ে।


দই সন্দেশ আম জাম লিচু

জামাইবাবাজি খাবে,

ইলিশ মাছের সঙ্গে মাংস

খেলে আনন্দ পাবে।


শঙ্খ বাজছে জামাইকে ঘিরে

শাশুড়ির মুখে হাসি,

চন্দন ফোঁটা কপালে দেবেন

খুশিতে বাজছে বাঁশি।