Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

যন্ত্রের যন্ত্রনা_-_-_-_-_-_-_কলমে  --  দেবজিৎ বিশ্বাসতারিখ  --  ০৮/০৬/২৪------------------------------সূর্য  কি আগের মতো আছে,চাঁদ কি আগের মতোই হাঁসে,মেঘের আনাগোনা, রামধনুর খেলা,এখনো কি দেখা যায় আকাশ ও পারে।
যন্ত্রের যন্ত্রনা দে…


 যন্ত্রের যন্ত্রনা

_-_-_-_-_-_-_

কলমে  --  দেবজিৎ বিশ্বাস

তারিখ  --  ০৮/০৬/২৪

------------------------------

সূর্য  কি আগের মতো আছে,

চাঁদ কি আগের মতোই হাঁসে,

মেঘের আনাগোনা, রামধনুর খেলা,

এখনো কি দেখা যায় আকাশ ও পারে।


যন্ত্রের যন্ত্রনা দেখি, যেদিকে তাকাই, 

সভ্যতা ঢেকে যাচ্ছে নিঃসীম বিষাক্ত গ্যাসীয় ধোঁয়ায়,

জগৎ বিপন্ন, বিপন্ন সকল প্রানী,

ক্রংক্রীটের জঙ্গলে হারিয়ে গেছে সবুজ বনানী,

নদী নালা, খাল বিল হারিয়ে গেছে,

পতঙ্গরা, পাখিরা বাস্তুহারা হয়ে চলে গেছে,

গাছেদের রান্নাঘর ও আজ বিপন্ন,

খাদ্য ও খাদকের প্রকৃতির শৃঙ্খল ভেঙ্গে গেছে,

জীব কূল আজ লুপ্তপ্রায়,

ভূ গর্ভস্থ জল নিঃশেষ হবার অপেক্ষায়।


এরপর পরিনতি কোন দিকের ইঙ্গিত দেয়,

ধর্মীয় বাজনা গুলি ও আর্তনাদ করে বলতে চাইছে,

তোমরা নিজেরাই নিজেদের বাঁচার পথ,

 রুদ্ধ করে দিচ্ছ,

মানুষ কি একসময় পরিনত হবে,

কার্টুন চরিত্রের মতো,

আজ পৃথিবী যেদিকে এগিয়ে চলেছে

এর শেষ পরিণতি কি ?

আমি জানি না

আপনি কি জানেন, এর উত্তর ??

+++++++++++++++++++++++++++