Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম:-স্বার্থান্বেষী মানুষকলমে -শিবানী সাহাতারিখ -০৭/০৬/২০২৪
আত্ম সুখে সুখী মানুষশুধু নিজেরটা বোঝে,কেমন করে থাকবে সুখেসেই পথটা খোঁজে।
নিজের ছাড়া অন্যের কথাকখনো ভেবে দেখেনা,অন্যেরটা দেখে মন্দ ভালোসেটাও শেখে ন…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম:-স্বার্থান্বেষী মানুষ

কলমে -শিবানী সাহা

তারিখ -০৭/০৬/২০২৪


আত্ম সুখে সুখী মানুষ

শুধু নিজেরটা বোঝে,

কেমন করে থাকবে সুখে

সেই পথটা খোঁজে।


নিজের ছাড়া অন্যের কথা

কখনো ভেবে দেখেনা,

অন্যেরটা দেখে মন্দ ভালো

সেটাও শেখে না।


দিবারাত্রি ভাবে তারা

শুধুই নিজের কথা,

অন্যের কষ্ট চোখে দেখেও

পায়না মনে ব্যথা।


স্বার্থানেষী মানুষ তারা

এই সমাজের বুকে,

সুখ স্বাচ্ছন্দ ভোগ করে

থাকে শুধু সুখে।


বিবেকের ঘরে তালা দিয়ে 

অন্ধ সেজে থাকে,

অর্থ সম্পদ সব কিছু

সিন্দুকে ভরে রাখে।


এমন মানুষদের আমরা

অহরহ দেখতে পাই,

সব থেকেও দেখি তাদের

মনে শান্তি নাই।