Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার নাম-আশ্চর্য কারুকাজকবির নাম-আশীষ খীসাতারিখ-০৭।০৬।২০২৪
এমন তিতা করলা দেখিনিআমি কোনদিনও আগে,বাহ! কি আশ্চর্য কারুকাজআমার মনে শুধু প্রশ্ন জাগে।
মানুষরূপী তিতা করলাদেখে আমি হতবাক হই,এই অদ্ভুত তিতা করলাদেখতে মান…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার নাম-আশ্চর্য কারুকাজ

কবির নাম-আশীষ খীসা

তারিখ-০৭।০৬।২০২৪


এমন তিতা করলা দেখিনি

আমি কোনদিনও আগে,

বাহ! কি আশ্চর্য কারুকাজ

আমার মনে শুধু প্রশ্ন জাগে।


মানুষরূপী তিতা করলা

দেখে আমি হতবাক হই,

এই অদ্ভুত তিতা করলা

দেখতে মানুষ বলে কই কই?


সত্যি যদি হয় দেখতে এমন

মানুষরূপী তিতা করলা,

তর্ক-বিতর্কের থাকবেনা সীমা

মানুষের মাঝে বাঁধবে জটলা।


মানুষরূপী তিতা করলা

কখনও বিশ্বাস করার মত নয়,

বাস্তবে যদি দেখি এমন করলা

আমার মনে লাগবে শুধু যে ভয়।


কম্পিউটার কি বা করতে না পারে

পারে অবাস্তবকে বাস্তবে রূপ দিতে,

পারে বিশ্রী চেহারাকে সুশ্রী বানাতে

পারে পুরুষকে নারী বানাতে।


আধুনিক যুগ ডিজিটাল যুগ

চলে শুৎু কৃত্রিমতার বাহাদুরি,

নেই এত ধরাধরি ও কড়াকড়ি

তাই বাড়াতে হবে নজরদারি।