Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রুদ্ধশ্বাস ফুটবল ম্যাচে জয় ছিনিয়ে নিল পয়াগ পুনর্মিলন সংঘ

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকবাঙালির ফুটবল আবেগকে ধরে রাখার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চলের অরুণ পাতের তরুণ দল বেশ কয়েক বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আসর বসিয়ে গ্রামীন এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছে…


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

বাঙালির ফুটবল আবেগকে ধরে রাখার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চলের অরুণ পাতের তরুণ দল বেশ কয়েক বছর ধরে ফুটবল প্রতিযোগিতার আসর বসিয়ে গ্রামীন এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছে । ফাইনাল খেলায় অগণিত দর্শকদের উপস্থিতি জানান দিল ফুটবল খেলা গ্রামগঞ্জে এখন হারিয়ে যায় নি । দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়ের  ফুটবল গ্রাউন্ডে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে পয়াগ পুনর্মিলন সংঘ দেউলিয়া মারতলা ইয়ংস্টার ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করে। ফাইনাল খেলায়  অঞ্চলের ছটি গ্রামের প্রাক্তন খেলোয়াড়দের পুষ্পস্তবক, উত্তরীয় ও সাম্মানিক এক হাজার টাকা দিয়ে সংবর্ধিত করে‌। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, কোলাঘাট ব্লক প্রশাসনিক  আধিকারিক অর্ঘ্য ঘোষ, আয়োজক সংস্থার পক্ষে পঙ্কজ জানা, দেউলিয়া হীরারাম হাই স্কুলের প্রধান শিক্ষক গৌর হরি জানা থেকে শুরু করে এলাকার বিশিষ্টজনেরা। বিজয়ী দলকে ১৫ হাজার ও বিজিত দলকে ১২ হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।