Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'নির্ভয়া মঞ্চে 'মেচেদায় সাহিত্য বাসর ও পত্রিকা প্রকাশ

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে' নির্ভয়া মঞ্চে' মেচেদা সাহিত্য একাডেমীর সাহিত্য বাসর ও শারদীয় রবিস্বরের প্রকাশ করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার…


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকারে' নির্ভয়া মঞ্চে' মেচেদা সাহিত্য একাডেমীর সাহিত্য বাসর ও শারদীয় রবিস্বরের প্রকাশ করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে রবিবার। স্বাগত ভাষণ দেন সাহিত্য একাডেমীর সম্পাদক আব্দুল মান্নান। তিলোত্তমার আকস্মিক প্রয়াণ অন্যদিকে পশ্চিমবঙ্গে বানভাসি মানুষদের কাতর আর্তনাদের বিভিন্ন দিক গুলি তুলে ধরার পাশাপাশি সাহিত্যের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সুকুমার মাইতি, কবি মনোরঞ্জন খাঁড়া, এপার ওপার বাংলার কবি প্রশান্ত শেখর ভৌমিক, বিভাস মন্ডল ,অনিল সামন্ত, শ্যামচরণ মন্ডল, আনন্দমোহন দাস বৈদ্যনাথ ধাড়া, অক্ষয় কুমার মিশ্র প্রমূখ। অনুষ্ঠানে মেচেদা সাহিত্য একাডেমির মুখপাত্র রবিশ্বর পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পায়েল মন্ডল। সভাপতিত্ব করেন কবি প্রমথনাথ মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক।