Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজবাড়ীর ইতিহাস নিয়ে বইপ্রকাশ

অরুণ কুমার সাউ, মেদিনীপুর: মেদিনীপুর জেলার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত হলো 'মেদিনীপুরের রাজবাড়ি' শিরোনামে একটি বই। বইটি লিখেছেন মনিকাঞ্চন রায় ও নরসিংহ দাস। বইটি উৎসর্গ করা হয়েছে ড. মৌসম মজুমদারকে। বইটিতে ১০…

 


অরুণ কুমার সাউ, মেদিনীপুর: মেদিনীপুর জেলার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত হলো 'মেদিনীপুরের রাজবাড়ি' শিরোনামে একটি বই। বইটি লিখেছেন মনিকাঞ্চন রায় ও নরসিংহ দাস। বইটি উৎসর্গ করা হয়েছে ড. মৌসম মজুমদারকে। বইটিতে ১০টি রাজবাড়ীর ইতিহাস রয়েছে। এটি প্রথম খন্ড। দ্বিতীয় খন্ডটিতে ২২ টি রাজবাড়ীর ইতিহাস নিয়ে প্রকাশিত হওয়ার পরিকল্পনা রয়েছে। শালবনির অন্তর্গত রাণি শিরোমণির গড়ে পুস্তকটির আবরণ উন্মোচন করলেন গবেষক ও প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক   ড. মধুপ দে , শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নেপাল সিংহ।

   


 'আমরা সবাই রাজা' - সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কিরণ সেন। বিশ্ব ঐতিহ্য দিবস (World Heritage Day)কে মাথায় রেখে গত ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে একটি ঘরোয়া অনুষ্ঠানে পুস্তক প্রকাশ কালে উপস্থিত ছিলেন -


শিক্ষারত্ন প্রাপক শিক্ষক  গৌতম কুমার বোস , শিক্ষারত্ন প্রাপক শিক্ষিকা  আলপনা দেবনাথ বোস, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক সুব্রত মহাপাত্র , প্রধান শিক্ষক ড. প্রসূণকুমার পড়িয়া, মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক  সন্দীপ সিংহ , লোকসংস্কৃতি গবেষক ও শিক্ষক  ভাস্করব্রত পতি , শিক্ষিকা মৌসুমী চৌধুরী , শিক্ষক  অরুণাংশু দে , শিক্ষক সুদীপ কুমার খাঁড়া , বিশিষ্ট সমাজসেবী সেক ইমরান, শিক্ষক  শিবপ্রসাদ কুন্ডু , অধ্যাপিকা মাননীয়া ড. সোনালী গোস্বামী , বিশিষ্ট কবি  নিসর্গ নির্যাস মাহাত , চিত্রশিল্পী  দীপঙ্কর মাজি । 



 বট চারাগাছ রোপনের মাধ্যমে আজকের বইপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত হয়।