Good friday 🌹কলমে,, মিঠু ভট্টাচাৰ্য বিশ্বপিতা তুমি হে প্রভু মানুষের পরিত্রাতা,মানুষ তবু ভুলে গিয়েছিলো তাঁর পবিত্র মানবতা।রাজার রাজা শ্রেষ্ঠ তুমি মাথায় মুকুট কাঁটার,পবিত্র শুক্রবারে ক্রুশে বিদ্ধ ছবিটি আছে peita র।গলগাথায় বহন করো …
Good friday 🌹
কলমে,, মিঠু ভট্টাচাৰ্য
বিশ্বপিতা তুমি হে প্রভু মানুষের পরিত্রাতা,
মানুষ তবু ভুলে গিয়েছিলো তাঁর পবিত্র মানবতা।
রাজার রাজা শ্রেষ্ঠ তুমি মাথায় মুকুট কাঁটার,
পবিত্র শুক্রবারে ক্রুশে বিদ্ধ ছবিটি আছে peita র।
গলগাথায় বহন করো ক্রুশটি তোমার কাঁধে,
নাজারাথের যীশু তুমি ইহুদি দের রাজা বলে সব কাঁদে।
তুমিই সর্ব শক্তিমান, ঈশ্বরের পুত্র মানেনি দাম্ভিক রাজা সিজার,
তোমার বিশ্বাসঘাতক শিষ্য মিহুদা জুডাস এর সাহায্যে করলো বিচার।
চাবুক মারে পিলাত তোমায় ঈশ্বরদ্রোহীতার নিদর্শনে,
রাজদ্রোহীতা? কারণ অত্যাচারী সিজারের রাজস্ব না প্রদানে।
প্রেমের প্রতীক তুমিই যীশু প্যাসল ইহুদি দের প্রিয়,
খ্রিষ্ট ধর্মের প্রবর্তক তুমিই চিরন্তন প্রেমে শ্রেয়। 💞
মানবতাকে শ্রেষ্ঠত্ব এ উন্নীত করে তোমার সৃষ্টি,
সুকৃতি সদাচারে তুমিই বিশ্ব বিধাতার সৃষ্টি।
রাজার থেকেও মহান তুমিই মানতে পারেনা রাজা,
ক্ষত বিক্ষত রক্তাক্ত তুমি, তোমাকে দেয় সাজা। 😭
তীব্র যন্ত্রনা চিৎকারে প্রাণ ত্যাগের হাহাকার,
তখুনি বিশ্বে ভূমিকম্প, বন্যা, বজ্রপাতের সমাহার।
পুরোহিতেরা সমস্বরে জানান, হ্যাঁ ইনি ঈশ্বরপুত্র,
তৃতীয় দিনে সমাধি হতে তুমি হলে পুনঃ জীবিত।
ইস্টার সানডে, হুইট মানডে পালন করে বিশ্ববাসী,
বিশ্বপিতা মানব পুত্র তোমায় বড়ই ভালোবাসি। 💞
মাতা মেরির আর্ত কান্না ফিরে আয় ফিরে আয়,
পৃথিবী সাগর ভূমিও কাঁদে এমন যাতনায়। 😭
মানুষ আঘাত করেছে যারে সে মানুষেরই মুক্তিদাতা,
তোমরা যাকে হত্যা করলে সে তোমাদেরই পরিত্রাতা। 🙏
ক্রুশের ওপর দু বেশ ফেলায়ে যীশু ডাকে তাঁর মায়,
বিশ্ব জগৎ কাঁদে, চিরশিশু ফিরে আয়। 😭
মৃত্যুঞ্জয় জীবন বাণী ৩৪ খ্রিস্টাব্দে নিহত রাজার রাজ,
মাথায় কাঁটার মুকুট তবু প্রণমি তোমারে আজ।
প্রণাম মা মেরি প্রণাম যীশু জন্ম বেথেহেমের গোয়াল ঘরে,
প্রণম্য তুমি যুগে যুগে, চোখের জলে পালিত good friday চার্চ এ, ঘরে।
🙏❤️💞🌹