Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে হলো পূর্ব ভারতের অন্যতম সেরা মহিলা মহাবিদ্যালয় মেদিনীপুরের রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয। মঙ্গলবার  প্রচন্ড দাবদাহের মধ্যেও  কলেজের বি সি…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে হলো পূর্ব ভারতের অন্যতম সেরা মহিলা মহাবিদ্যালয় মেদিনীপুরের রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয। মঙ্গলবার  প্রচন্ড দাবদাহের মধ্যেও  কলেজের বি সি রায় মেমোরিয়াল সভাগৃহে কলেজের এন এস এস ইউনিটগুলির যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে দুজন অধ্যাপক ও ৪৫ জন ছাত্রী সহ মোট ৪৭ জন রক্তদান করেন।

এরমধ্যে প্রথমবার রক্ত দিলেন ২০ জন।প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ  হতে না পারায় আরও কুড়িজন আগ্রহী ছাত্রী রক্ত দিতে পারেননি।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরটি পরিচালনায় যৌথ ভাবে নেতৃত্বে দেন জাতীয় সেবা প্রকল্পের চারটি ইউনিটের প্রোগ্রাম অফিসার যথাক্রমে ড. সেখ সাব্বির হোসেন, পার্থ প্রতিম জানা, থিনলে ভুটিয়া, শ্রেয়সী দত্ত।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন  কলেজের অধ্যাপিকা রীনা পাল, ডেপুটি রেজিস্ট্রর অধ্যাপিকা দেবযানী মুখার্জী, আইকিউএসি কো-অর্ডিনেটর রশ্মি মুখার্জি, বিশ্বনাথ নাগ, নির্মাল্য সিনহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সেবা প্রকল্প ইউনিট ওয়ানের প্রোগ্রাম অফিসার ড. সেখ সাব্বির হোসেন। সমস্ত রক্তদাতা ও আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া।