বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট ২০১৬ এসএসসি প্যানেল বাতিল করেছে। উদ্ভূত এই পরিস্থিতি যোগ্য শিক্ষকদের পরিবার সহ এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চূড়া…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট ২০১৬ এসএসসি প্যানেল বাতিল করেছে। উদ্ভূত এই পরিস্থিতি যোগ্য শিক্ষকদের পরিবার সহ এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চূড়ান্ত হতাশ করেছে। যোগ্য শিক্ষকদের সম্মানের সাথে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে চাকরিহারা শিক্ষকেরা।
জেলায় জেলায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডি.আই অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন,সেখানে কলকাতা জেলার জেলা ডি.আই অফিস কসবা সহ একাধিক জেলার ডি.আই অফিসের সামনে প্রতিবাদী আন্দোলনকারীদের উপর পুলিশের নির্মম অত্যাচার,মহিলা আন্দোলনকারীদের পুরুষ পুলিশ দ্বারা নির্যাতন সহ শিক্ষকদের লাথি মারার ঘটনার প্রতিবাদে যোগ্য শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার এসইউসিআই তমলুক-পাঁশকুড়া-কোলাঘাট-ময়না থানা সহ জেলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দিল।
তমলুকের কর্মসূচিতে নেতৃত্ব দেন- জ্ঞানানন্দ রায়,শীলা দাস,অরুন জানা প্রমূখ। পাঁশকুড়ার কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনীল জানা,আব্দুল মাসুদ প্রমুখ। কোলাঘাটের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত দাস,শংকর মালাকার প্রমূখ।