নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... আন্তরিক চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোত স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো 'লহ হে প্রণাম' শীর্ষক এক উজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যা।এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান স…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর... আন্তরিক চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোত স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো 'লহ হে প্রণাম' শীর্ষক এক উজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যা।এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সোসাইটির সভাপতি মৈয়েত্রী রায় ও সম্পাদক কৃষ্ণেন্দু ঘোষ।
এদিনের অনুষ্ঠান থেকে ঝাড়গ্রামের সেবায়তন কল্যাণ কেন্দ্রের ৭৫ জন মূক বধির শিশুর জন্য নতুন বস্ত্র প্রদান করা হয় এবং সংগঠনের উদ্যোগে কড়েদানা গ্রামে চলতে থাকা বিনে পয়সার পাঠশালা 'পড়ার ঘর'-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ১৩০ জন পড়ুয়াকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে 'টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড-২০২৫'-এর সম্মানিত করা হয় সমাজসেবী বজরংলাল আগরওয়াল, চিকিৎসক ডাঃ মনকুমার পোড়্যা ও স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে। 'লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড-২০২৫' এ ভূষিত হন চিত্রশিল্পী শ্রীবৎস লাঞ্ছন গোস্বামী, সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, নৃত্যশিল্পী স্বস্তি মুখোপাধ্যায়, আবৃত্তি শিল্পী অনিতা বসু।
এদিন সংস্থার উদ্যোগে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল আড়াইশোর বেশি সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ৫৪ জন প্রতিযোগী তাঁদের একক পরিবেশন উপস্থাপন করেন। পাশাপাশি আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের গুণী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন।
এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা, আবৃত্তি শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়,ছড়াকার বিদ্যুৎ পাল,শিক্ষিকা দীপান্বিতা ঘোষ, সংস্কৃতি প্রেমী সোনালী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈত্রেয়ী রায় ও কৃষ্ণেন্দু ঘোষ।