বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের জেলার প্রবেশপথ মেচেদা শ্রীধর মিলন মন্দিরে মেচেদা সাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল। কবিতা কর্মশালা উদ্বোধন করেন বাচিক শিল্পী অশোক ধাওয়ান। স্বাগত ভাষ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের জেলার প্রবেশপথ মেচেদা শ্রীধর মিলন মন্দিরে মেচেদা সাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল। কবিতা কর্মশালা উদ্বোধন করেন বাচিক শিল্পী অশোক ধাওয়ান। স্বাগত ভাষণ দেন একাডেমীর সভাপতি অনিল সামন্ত। কবি অক্ষয় কুমার ভৌমিক, প্রশান্ত শিকর ভৌমিক, আব্দুল মান্নান সহ একাধিক উপস্থিত কবির কবিতা সামাজিক প্রেক্ষাপটের উপর বিশেষভাবে গ্রহণযোগ্যতা লাভ করে। কবি ও সাহিত্যিক ভবেশ বসু, সুনীল মাইতি সুকুমার মাইতি বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই কর্মশালায়। কবিতা পাঠ করেন বিধান ঘোড়ই ,অতীন ঘটক। সঞ্চালনায় ছিলেন বিভাস মন্ডল।