নিজস্ব প্রতিবেদক,বেলদা.... খাকুড়দায় অবস্থিত ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের ল্যাবরেটরি স্কুল ভগবতী দেবী শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগে উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অভিনব কর্মসূচি 'নো ব্যাগ ডে'।
বই-এর ভার আর শৈশবে বড…
নিজস্ব প্রতিবেদক,বেলদা.... খাকুড়দায় অবস্থিত ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের ল্যাবরেটরি স্কুল ভগবতী দেবী শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগে উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অভিনব কর্মসূচি 'নো ব্যাগ ডে'।
বই-এর ভার আর শৈশবে বড়োদের ইচ্ছার আগ্রাসন সত্ত্বেও শিশুর শৈশবকে তার সুকোমল প্রবৃত্তিগুলির সুষম বিকাশে এই বিদ্যালয়ের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
বিদ্যালয়ের সম্পাদক, কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ মিশ্র বলেন ,এই প্রাথমিক বিদ্যালয় এর বয়স মাত্র পাঁচ মাস। জন্মলগ্নেই তাদের পথচলার রূপরেখা আশা জাগায়। এই বিদ্যালয় রাজ্যের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে, এই আশা রাখেন স্কুলের মেন্টর জাতীয় শিক্ষক উৎপল মুখোপাধ্যায়।
আপাতত প্রতি মাসে একটি দিন এই 'নো ব্যাগ ডে' কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেদিন কোনো ব্যাগ ,বইখাতা নিয়ে শিশুরা স্কুলে আসবে না।