Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নায় পথদুর্ঘটনায় মৃত মাছ ব্যবসায়ী

অরুন কুমার সাউ, ময়না: মাছ বিক্রি করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল প্রায় ৮ টা ৩০ মিনিট নাগাদ ময়নার নতুনপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নার বলাইপন্ডার দিক থেকে একটি বাস তমলুকের দি…

 


অরুন কুমার সাউ, ময়না: মাছ বিক্রি করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল প্রায় ৮ টা ৩০ মিনিট নাগাদ ময়নার নতুনপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নার বলাইপন্ডার দিক থেকে একটি বাস তমলুকের দিকে যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী তৎক্ষণাৎ বাইক আরোহীকে রাস্তা থেকে তুলে নিয়ে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে।


 জানা যায় ওই বাইক চালকের নাম অভিষেক মাজী, বাড়ি ময়না থানার পরমানন্দপুর গ্রামে। বয়স আনুমানিক ২৩ বছর। অভিষেক তিন বছর ধরে ভেনামি মাছের ব্যবসা করছে। সে কারণেই প্রতিদিন রাত্রি প্রায় 1টা নাগাত বাড়ি থেকে বেরিয়ে আসতো এবং সকাল ন'টার মধ্যে বাড়ি ফিরে আসত। প্রত্যেক দিনের মতো আজও সে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।