Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বরুণ বিশ্বাস স্মরণে তমলুকে সভা

অরুণ কুমার সাউ,তমলুক : উত্তর ২৪ পরগনার সুটিয়ায় নারীদের সম্ভ্রম ও মর্যাদা রক্ষার্থে এবং এলাকার অসামাজিক কাজকর্ম বন্ধের প্রতিবাদী আদর্শ শিক্ষক 'বরুণ বিশ্বাস' ২০১২ সালে ৫ই জুলাই বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে গোবরডাঙ্গা …


অরুণ কুমার সাউ,তমলুক : উত্তর ২৪ পরগনার সুটিয়ায় নারীদের সম্ভ্রম ও মর্যাদা রক্ষার্থে এবং এলাকার অসামাজিক কাজকর্ম বন্ধের প্রতিবাদী আদর্শ শিক্ষক 'বরুণ বিশ্বাস' ২০১২ সালে ৫ই জুলাই বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে গোবরডাঙ্গা রেল স্টেশনে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। বরুণ বিশ্বাস কলকাতা শিয়ালদা মিত্র ইনস্টিটিউশন মেন স্কুলের সহশিক্ষক ছিলেন। তাঁর প্রতিবাদী আদর্শকে স্মরণ করে আজ তমলুকের জেলা গ্রন্থাগারের নিকট হলঘরে স্মরণসভা অনুষ্ঠিত হয়, বরুণ বিশ্বাস স্মৃতির রক্ষা কমিটির উদ্যোগে। এলাকার বহু শিক্ষক, অধ্যাপক, নাগরিক সমাজ এই সভায় অংশ নেন।

বক্তারা শিক্ষক বরুণ বিশ্বাসের নানান সামাজিক কাজকর্মের স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে নারীর সম্মান রক্ষার্থে, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং শিক্ষার উপরে আক্রমণের প্রতিবাদে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সোম প্রকাশ মাইতি, মৃণাল কান্তি হাজরা, গীতা ভট্টাচার্য, বাসুদেব দাস, সতীশ সাউ প্রমূখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক শম্ভু মান্না।