নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .... শ্রমজীবী জনতার ও সাধারণ নাগরিক সমাজের নানা দাবিকে সামনে রেখে আগামী ৯ ই জুলাই সর্বভারতীয় শ্রমিক সংগঠন গুলির উদ্যোগে সারা দেশে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে।এই ধর্মঘটেকে সমর্থন করছ বিভিন্ন ট্রেড…
নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .... শ্রমজীবী জনতার ও সাধারণ নাগরিক সমাজের নানা দাবিকে সামনে রেখে আগামী ৯ ই জুলাই সর্বভারতীয় শ্রমিক সংগঠন গুলির উদ্যোগে সারা দেশে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে।এই ধর্মঘটেকে সমর্থন করছ বিভিন্ন ট্রেড ইউনিয়ন,ফেডারেশন, কৃষক,ক্ষেতমজুর শিক্ষক ও কর্মচারী সংগঠন গুলি।এই ধর্মঘটেকে সমর্থন জানিয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির উদ্যোগে ইতিমধ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এই ধর্মঘটের সমর্থনে এদিন জেলার তিনটি মহকুমা শহর মেদিনীপুর, খড়গপুর ও ঘাটালে বৃহৎ আকারের মিছিল করলো ধর্মঘটের আহ্বায়ক ও সমর্থক সংগঠন গুলি।