অরুন কুমার সাউ,তমলুক : সম্প্রতি কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে এক ছাত্রীর উপর নৃশংস নির্যাতন গণধর্ষণের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে আজ প্রতিবাদ সভা সংগঠিত হলো তমলুকের হাসপাতাল মোড়ে আরজিকরের পাশে 'আমরা তমলুক ব…
অরুন কুমার সাউ,তমলুক : সম্প্রতি কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে এক ছাত্রীর উপর নৃশংস নির্যাতন গণধর্ষণের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে আজ প্রতিবাদ সভা সংগঠিত হলো তমলুকের হাসপাতাল মোড়ে আরজিকরের পাশে 'আমরা তমলুক বাসির' উদ্যোগে।
কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আরজিকরের অভয়ার ন্যায়বিচারের দাবি ওঠে এই প্রতিবাদ সভায়। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডাক্তার তারাশঙ্কর সাউ, নার্স লীনা দাস, ডাক্তার জয়দেব ঘড়া, শিক্ষিকা চন্দনা জানা সহ বিশিষ্টজনেরা। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ সভার পর হাসপাতাল মোড় থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়ে শংকর আড়া বাসপুল পর্যন্ত মিছিল সংগঠিত হয়।
অভয়ার ন্যায়বিচার এবং কসবায় ছাত্রী নির্যাতনের যুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে লাগাতার প্রতিরোধ আন্দোলন চলবে পুলিশকে উদ্যোক্তারা জানান।