নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...সোমবার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬/২ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে ও কিশোরী কালীন মাতৃত্ব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা।
এদিনের সভায় বক্তব্য রাখেন গ্রাম পঞ্চায…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...সোমবার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ৬/২ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে ও কিশোরী কালীন মাতৃত্ব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা।
এদিনের সভায় বক্তব্য রাখেন গ্রাম পঞ্চায়েত প্রধান রবিউল হোসেন সর্দার, আইসিডিএস সুপারভাইজার সুদেষ্ণা দাস, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, উপ-প্রধান সেক আজিমুদ্দিন, পঞ্চায়েতের নারী শিশু কল্যাণ বিভাগের সঞ্চালিকা ঝর্ণা ঘোষ প্রমুখ।সভায় চুয়াডাঙ্গা হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের ১৩ জন ছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিএইচও গণ, পঞ্চায়েত দপ্তরের কর্মীরা, আশা কর্মীরা,অঙ্গনওয়াড়ি কর্মীরা,এএনএম কর্মীরা অন্যান্যরা।
এদিনের বাল্যবিবাহ রোধ ও টীনএজ প্রেগনেন্সি প্রতিরোধ নিয়ে বিশেষ ভাবে আলোচনা হয় এবং এগুলি প্রতিরোধে নানা ধরনের কর্মসূচি গৃহীত হয়।