অরুণ কুমার সাউ, কোলাঘাট: নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কোলাঘাট আঞ্চলিক শাখা আয়োজিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রয়াত নেত্রী ছায়া বেরা'র স্মরণে কোলাঘাটের রূপনারায়ণ পল্লির নাগরিক সেবা সমিতির ভবনে ৩০ তম রক্…
অরুণ কুমার সাউ, কোলাঘাট: নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কোলাঘাট আঞ্চলিক শাখা আয়োজিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির প্রয়াত নেত্রী ছায়া বেরা'র স্মরণে কোলাঘাটের রূপনারায়ণ পল্লির নাগরিক সেবা সমিতির ভবনে ৩০ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন রক্তদান শিবিরে ছ'জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেন। এদিন রক্তদান শিবির থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল রক্ত সংগ্রাহ করে।
১৯৯৫ সালে তৎকালীন মন্ত্রী ছায়া বেরা এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন।১৯৯৮ এর ১৩ই জুলাই ওনার অকাল মৃত্যুর পর থেকে এই দিনটিতে রক্তদান শিবিরটি আয়োজিত হয়ে চলেছে।
জীবিতাবস্থায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাক্তন মন্ত্রীর যে রক্তদান আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন, তা-কে মর্যাদা দিয়ে ১৯৯৯ থেকে প্রতিবছর ১৩ জুলাই নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, কোলাঘাট শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন যথাযথ ভাবে হয়ে আসছে। ।
ছায়া বেরা-র অসংখ্য গুণগ্রাহী মানুষ কোলাঘাটে নাগরিক সেবা সমিতি ভবনে এসে রক্তদানের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানায়।