Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির ভোটে জয়ী নির্দলীয় আইনজীবীরা

অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির ভোটে এগিয়ে থাকলো নির্দলীয় আইনজীবীদের প্যানেল।মোট ১৩ টি আসনের মধ্যে দশটি আসনে নির্দলীয় আইনজীবীদের প্যানেল এবং তৃণমূলের দলীয় প্যানেল তিনটি আস…


অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির ভোটে এগিয়ে থাকলো নির্দলীয় আইনজীবীদের প্যানেল।মোট ১৩ টি আসনের মধ্যে দশটি আসনে নির্দলীয় আইনজীবীদের প্যানেল এবং তৃণমূলের দলীয় প্যানেল তিনটি আসনে জয়লাভ করে। 

 পরিচালন কমিটির ভোটে অংশগ্রহণ করেছিল দুটি প্যানেল। একটি তৃণমূলের দলীয় প্যানেল এবং একটি নির্দলীয় আইনজীবীদের প্যানেল। মোট ৭১৭ জন আইনজীবী ভোটারদের মধ্যে এই দিন ভোট দিয়েছেন মোট ৬৭০ জন আইনজীবী। 

পরিচালন কমিটির সভাপতি হিসেবে শংকর কুমার কারক পুনঃনির্বাচিত হয়েছেন তৃণমূলের সন্তোষ কুমার মাইতিকে ১০৫ টি ভোটে পরাজিত করে । সম্পাদক হিসেবে বিদর্ভ রায় পুনঃনির্বাচিত হয়েছেন তৃণমূলের কিংকর গায়েনকে ৪৬৯ ভোটের বড় ব্যবধানে হারিয়ে।  

জয়ের পর শংকর কুমার কারক এবং বিদর্ভ রায় জানান , এই জয় আইনজীবীদের ভালোবাসার জয় ।এর আগেও আমরা জয়লাভ করে তিন বছর বার কাউন্সিলের কাজকর্ম নিষ্ঠার সাথে পালন করেছি । এই জয় বুঝিয়ে দিল তমলুক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন পরিচালন কমিটির নির্বাচনে রাজনীতির রং ছাড়াও ভোট করা যায় এবং ভোটে জয়লাভ করা যায় ।