অরুণ কুমার সাউ, মেছেদা: পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় যোগেন্দ্র সভাঘরে ‘ অঙ্কুরীশা ' সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো। এদিন উপস্থিত ছিলেন বাংলার বহু কবি সাহিত্যিক লেখক সহ গুণীজনেরা । এ বছর পাঁচ বছরে …
অরুণ কুমার সাউ, মেছেদা: পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় যোগেন্দ্র সভাঘরে ‘ অঙ্কুরীশা ' সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো। এদিন উপস্থিত ছিলেন বাংলার বহু কবি সাহিত্যিক লেখক সহ গুণীজনেরা । এ বছর পাঁচ বছরে পা দিল এই পত্রিকা। কবি শিক্ষক বিমল মণ্ডল ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই এমন সুন্দর আনন্দ সমারোহে শারদ সংখ্যা প্রকাশিত হয়। এই বছরে অঙ্কুরীশা শারদ সাহিত্য সম্মান ২০২৫ প্রদান করা হলো একঝাঁক সাহিত্যসেবীকে।