অরুণ কুমার সাউ,হলদিয়া : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২০০৯ সালের রোপার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়া, এসএসসি ২০১৬ প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকুরিতে পুনর্বহাল, শিক্ষা বহির্ভূত নির্বাচন সংক্রান্ত ব…
অরুণ কুমার সাউ,হলদিয়া : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২০০৯ সালের রোপার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়া, এসএসসি ২০১৬ প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকুরিতে পুনর্বহাল, শিক্ষা বহির্ভূত নির্বাচন সংক্রান্ত বিএলও হিসেবে শিক্ষক শিক্ষাকর্মীদের নিযুক্ত না করা, সকল শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষা কর্মীদের নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, পার্শ্বশিক্ষক ভোকেশনাল শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক প্রদানের দাবিতে এবং হলদিয়া, এ ডি আই অফিস ও তমলুকের ডি আই অফিসের কাজে শিক্ষক হয়রানির প্রতিবাদে শনিবার মহিষাদলের দক্ষিণ কাশিমনগর হাই স্কুলে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ'র হলদিয়া মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক শম্ভু মান্না, সহ সম্পাদক শেখর রঞ্জন মাইতি, সমিতির হলদিয়া মহকুমা সভাপতি সুমিত পড়ুয়া, প্রাক্তন শিক্ষক দ্বিজেন বেতাল প্রমূখ। সম্মেলন কিসমত নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েত স্কুলের শিক্ষক দীপক দাসকে সম্পাদক এবং রামগোপালচক হাই স্কুলের শিক্ষক সুমিত পড়ুয়াকে সভাপতি করে দশজনের একটি শক্তিশালী এসটিইএ হলদিয়া মহকুমা কমিটি গঠিত হয়। আগামী ৪ঠা সেপ্টেম্বর তমলুক ডিআই অফিসে এবং ১৯শে সেপ্টেম্বর হলদিয়া এ ডি আই অফিসে ডেপুটেশনের কর্মসূচি ঘোষণা করা হয় সম্মেলন স্থলে।
একই দাবিতে কোলাঘাট জোনাল সম্মেলন সংঘটিত হয় কোলাঘাটের ভোগপুর কেনারাম হাই স্কুলে। উপস্থিত ছিলেন সমিতির তমলুক মহকুমা সম্পাদক সুমিত রাউত, তমলুক মহকুমা সভাপতি সুব্রত হালদার, ভোগপুর কেনারাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুবীর মাইতি। সম্মেলনে ভোগপুর স্কুলের শিক্ষক বিশ্বনাথ জানাকে সম্পাদক ও কিশোরচক বনমালী হাই স্কুলের শিক্ষক শেখ আব্দুল মুক্তারকে সভাপতি করে কমিটি কোলাঘাট জোনাল কমিটি গঠিত হয়।।