Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন

অরুণ কুমার সাউ, ভগবানপুর : নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভগবানপুর জোনাল ১৫ তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোটলাউড়ি প্রাথমিক বিদ্যালয়ে।উদ্বোধন করেন জেলা সম্পাদক অসীম কুমার গোস্বামী। এদিন সম্মেলনে বক্তব্য রাখেন মধুসূদন গ…


অরুণ কুমার সাউ, ভগবানপুর : নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভগবানপুর জোনাল 

১৫ তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোটলাউড়ি প্রাথমিক বিদ্যালয়ে।উদ্বোধন করেন জেলা সম্পাদক অসীম কুমার গোস্বামী। এদিন সম্মেলনে বক্তব্য রাখেন মধুসূদন গুছাইৎ, স্বাগতেশ মাইতি, অভয় মাইতি। সমাপ্তি ভাষণ দেন জেলা সভাপতি অশোক দাস।


জোনাল সভাপতি হিসেবে রামশঙ্কর দাস, সম্পাদক হিসেবে ভৈরব কোলে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। পূর্ব মেদিনীপুর জেলা ৪২তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২ রা নভেম্বর, ভগবানপুর ব্লকের ভীমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে।

সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠিত হয়। সভাপতি হিসেবে অশোক কুমার মূড়া,কার্যকরী সভাপতি হিসেবে প্রবোধ জানা, সম্পাদক হিসেবে মধুসূদন গুছাইৎ নির্বাচিত হন।