Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে সারা বাংলা অনূর্ধ্ব-১৭ র‍্যাপিড দাবা টুর্নামেন্ট

অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একদিনের সারা বাংলা অনূর্ধ্ব-১৭ র‍্যাপিড দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টের আয়োজন করেন তমলুক চেস এসোসিয়েশন। রবিবার  তমলুকের ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসানের আমন্ত্রণ…


অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একদিনের সারা বাংলা অনূর্ধ্ব-১৭ র‍্যাপিড দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টের আয়োজন করেন তমলুক চেস এসোসিয়েশন। রবিবার  তমলুকের ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসানের আমন্ত্রণ  হলে  টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ- পৌরপ্রধান লীনা মাভই, কাউন্সিলর গোপাল পাল, কাউন্সিলর বৈশাখী মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ময়না রাজবাড়ীর সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, তমলুক চেস এসোসিয়েশনের সভাপতি শিবাজী অধিকারী সহ বিশিষ্ট জনেরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতায় মোট ১৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় রুদ্রনীল গঙ্গোপাধ্যায়, রানারস্ হয় অর্কপ্রভ পাল। এদিন অনুষ্ঠানের তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায় দাবা খেলার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনার সাথে সমস্ত প্রতিযোগীদের খেলার জন্য উৎসাহ প্রদান করেন।

সিদ্ধার্থ বাহুবলিঙ্গ বলেন , ছেলে মেয়েদের বাড়িতে বসিয়ে না রেখে দাবা খেলার সুযোগ করে দিন।তিনি আরো বলেন ছেলেমেয়েদের মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য দাবা খেলা অনেক বেশি উপযোগী।