Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের করণে নজরুল প্রয়াণ দিবস পালন

অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের করণের সভাকক্ষে অনুষ্ঠিত হল নজরুল প্রয়াণ দিবস পালন অনুষ্ঠান। আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিন নজরুল গীতি, স…

 



অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের করণের সভাকক্ষে অনুষ্ঠিত হল নজরুল প্রয়াণ দিবস পালন অনুষ্ঠান। আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিন নজরুল গীতি, সমবেত নৃত্য, সমবেত আবৃত্তি পরিবেশন, একক নৃত্য পরিবেশন , নজরুল কথা ইত্যাদি নানান আঙ্গিকে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায়,  অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনির্বাণ কোলে,তমলুক পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়,মহকুমাশাসক দিব্যেন্দু মজুমদার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ সুমিত্রা পাত্র,  সহ জেলার বরিষ্ঠ আধিকারিকবৃন্দ।

মঞ্চে উপস্থিত সকল অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পুষ্পস্তবক, উত্তরীয়, শিশু কিশোর আকাদেমির 'ছবিতে নজরুল জীবনী' বইয়ের মাধ্যমে।