Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে বামপন্থী শ্রমিক সংগঠনের বিক্ষোভ ও পথসভা

অরুণ কুমার সাউ, হলদিয়া: বেশ কয়েকটি দাবির ভিত্তিতে দীর্ঘদিন পর বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার আই ও সি গেটে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পক্ষ থেকে বিক্ষোভ সভা সংঘটিত হয় । এদিন ম্যানেজমেন্ট এর কাছে প্রতিনিধি দল ডেপু…


অরুণ কুমার সাউ, হলদিয়া: বেশ কয়েকটি দাবির ভিত্তিতে দীর্ঘদিন পর বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার আই ও সি গেটে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পক্ষ থেকে বিক্ষোভ সভা সংঘটিত হয় । এদিন ম্যানেজমেন্ট এর কাছে প্রতিনিধি দল ডেপুটেশন দিয়েছে।এদিন সভার উল্লেখিত দাবি গুলি ছিলো -অবিলম্বে দাবি সনদ (COD) স্বাক্ষর করতে হবে।পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করতে হবে। EPS'95 হায়ার পেনশন চালু করতে হবে। শ্রমিকদের প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। 


এর আগে যখন সভা হয়েছিল তখন তৃণমূলের দুষ্কৃতীরা মঞ্চ ভেঙে দিয়ে শ্রমিক সংগঠন সিটুর কমরেডদেরকে ব্যাপকভাবে আক্রমণ করেছিল।তারপর ছোট ছোট গেট সভা হয়েছে, কিন্তু মঞ্চ বাঁধে এই প্রথম এই বড় সভা।

 এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন অমল ভট্টাচার্য, সুব্রত পন্ডা, শান্তনু দাস, অচিন্ত্য শাসমল, লক্ষ্মী সামন্ত, পরিতোষ পট্টনায়ক, গুরুপদ পাল, সত্য রঞ্জন জানা, দিব্যেন্দু দাস, চন্ডীপদ জানা, অভিক মন্ডল। সভাপতিত্ব করেন লক্ষ্মী সামন্ত।