Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর কলকাতা নয়, এবার থেকে শিশুদের ডায়াবেটিক চিকিৎসা হবে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে

পূর্ব মেদিনীপুর ,তমলুক: ডায়াবেটিস টাইপ ওয়ান রোগীদের আর যেতে হবে না কলকাতায়। তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চালু হল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র। দেওয়া হবে বিনামূল্যে ইনসুলিন। প্রথম দিনই উদ্বোধনের পর চিকি…


পূর্ব মেদিনীপুর ,তমলুক: ডায়াবেটিস টাইপ ওয়ান রোগীদের আর যেতে হবে না কলকাতায়। তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চালু হল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র। দেওয়া হবে বিনামূল্যে ইনসুলিন। প্রথম দিনই উদ্বোধনের পর চিকিৎসা পড়িয়ে সেবা নিতে আসেন জেলার প্রায় দশ জন ডায়াবেটিস টাইপ ওয়ান রোগী। মূলত বারবার প্রস্রাব করতে যাওয়া, ওজন কমে যাওয়া, খাবারের চাহিদা বেড়ে গেলেই প্রাথমিক ভাবে রক্ত পরীক্ষা করা প্রয়োজন। এরপরেই ডায়াবেটিস ধরা পড়লে ধ্রুতি তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পরিষেবা নেওয়া প্রয়োজন। এতদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মানুষজনদের এই চিকিৎসা পরিষেবা বেসরকারি জায়গায় বা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে নিতে হতো। কিন্তু বর্তমানে সরকারি উদ্যোগে জেলাতেই ডায়াবেটিস টাইপ ওয়ানের চিকিৎসা পরিষেবা চালু করা হলো। যার ফলে জেলার মানুষজনদের অর্থ ও সময় দুই বাঁচবে এমনটাই মনে করছেন রোগীর পরিবার পরিজনেরা।

মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসক অনুপম সিনহা বলেন, এই রোগটি এমন রোগ এটি দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। ইনসুলিন সহ সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখান থেকেই দেওয়া হচ্ছে। 

প্রিন্সিপাল শর্মিলা মল্লিক জানান, প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস চিকিৎসা পরিষেবা চালু থাকলে শিশুদের জন্য আজ থেকে ডায়াবেটিস পরিষেবা চালু হলো। জেলার মানুষ খুবই উপকৃত হবেন। প্রথম দিনই প্রায় ১০ জন রোগী চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন। আশা করছি আগামী দিনে এই পরিষেবা আমরা সাফল্যের সঙ্গে দিতে পারব।