Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ বধুদের অভিনীত জ্যোতি নাটক দেখাবে আলোর পথ

অরুণ কুমার সাউ, সবং : সমাজ পরিবর্তনে নাটকের ভূমিকা অপরিসীম। নাটক সামাজিক কুসংস্কার ও অবিচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলে।মানবিক মূল্যবোধ জাগ্রত করে, এবং সমাজের বিভিন্ন সমস্যা যেমন শোষণ ও বঞ্চনা তুলে ধরে পরিবর্তন ও ঐক্য সৃষ্ট…


অরুণ কুমার সাউ, সবং : সমাজ পরিবর্তনে নাটকের ভূমিকা অপরিসীম। নাটক সামাজিক কুসংস্কার ও অবিচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলে।মানবিক মূল্যবোধ জাগ্রত করে, এবং সমাজের বিভিন্ন সমস্যা যেমন শোষণ ও বঞ্চনা তুলে ধরে পরিবর্তন ও ঐক্য সৃষ্টিতে সাহায্য করে নাটক।  সমাপ্তি, সৌমিতা, অনুপমা, অপর্না, মধুমিতা, খুকু, সোনামণি, প্রতিমা প্রমুখেরা বিভিন্ন বয়সের কয়েকজন ভিষিণ্ডী গ্রামের বউ। এবার তাঁরা নাটক করতে চায় আর নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চায় গ্রামের সমস্ত মানুষদের কাছে। তাদের এই ভাবনার কথা শুনে পাশে দাঁড়ালেন শিক্ষক শান্তনু অধিকারী। 


এই ভাবনকে মাথায় রেখে সবং থানার ভিষিন্ডিপুর গ্রামের নিতান্ত‌ই ছাপোষা মা বোনদের আবেদনে মেয়েদের জন্য একটি পূর্ণাঙ্গ নাটক লিখলেন মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের ইংরেজি সাহিত্যের শিক্ষক শান্তনু অধিকারী। ২৬ শে  আগস্ট বুধবার ওই গ্রামের মহিলারাই প্রকাশ করল নাটকের বইটি।শিক্ষক শান্তনু বাবু জানান, গ্রামের ব‌উয়েরা অভিনয় করবে ,পাড়া গ্রামের মেয়েদের আবেদনে ‘ জ্যোতি ' নামে পূর্ণাঙ্গ নাটক রচনা করলাম। তিনি আরো বলেন,

যেখানে অশিক্ষা সেখানে হাজারো অসুখ। বর্তমান সমাজে গ্রামীণ মহিলারা পরনিন্দা পরচর্চা কিংবা টিভি সিরিয়ালের মোজে রয়েছে। আর সেখান থেকে মেয়েদের বিশেষত গ্রামীণ বধূদের ফিরিয়ে আনতে শিক্ষকের এই প্রচেষ্টা। নাটকের বিষয় বস্তুতে রয়েছে একটি বাগদী পাড়ার মেয়ে সমাজের বাধা-বিপত্তির সঙ্গে লড়াই করে একরাশ স্বপ্ন নিয়ে  কলকাতা পড়তে যায়। কিন্তু সামাজিক প্রতিকূল অবস্থা তাকে ফিরতে হয়। হতাশ জ্যোতি এরপর রুখে দাঁড়ায় সমাজের কালো দিকগুলোর বিরুদ্ধে।জ্যোতি নাটকের কাহিনীতে রয়েছে সেই অন্যায় আর ব্যভিচারের বিরুদ্ধে মুখে দাঁড়ানোর দিশা। রয়েছে গভীর অন্ধকার থেকে আলোর উত্তোরন।


শিক্ষকতার পাশাপাশি শান্তনু বাবু নিয়মিত লেখালেখির সাথে যুক্ত। কথামেঘ নামে একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন দীর্ঘদিন ধরে।লৌকিক সংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস চর্চা করেন। ক্ষেত্র সমীক্ষার জন্য তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। সেই সাথে উদ্ধার করেন বিষধর সাপ তুলে দেন বনবিভাগের হাতে।শিক্ষক শান্তনু অধিকারী মনে করেন, সমাজকে আরও উন্নত ও মানবিক করার জন্য এ ধরনের নাটক মানুষকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে এবং পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।