Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দশক পার। দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্রুত জল অধরাই!

অরুণ কুমার সাউ,কোলাঘাট : পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের প্রকল্প গ্রহণ করা হয়েছিলো ২০১৫ সালে। এই প্রকল্পের মূল জলাধার সহ শোধনাগার নির্মাণের …


অরুণ কুমার সাউ,কোলাঘাট : পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের প্রকল্প গ্রহণ করা হয়েছিলো ২০১৫ সালে। এই প্রকল্পের মূল জলাধার সহ শোধনাগার নির্মাণের জন্য রূপনারায়ণ নদীর পার্শ্বস্থ ছাতিন্দায় জমি অধিগ্রহণ হয়। ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতে আলাদা  আলাদা জলাধারের মাধ্যমে সমস্ত পরিবারে পরিস্রুত পানীয় জল সরবরাহের পরিকল্পনা গৃহীত হয়।ভূ- গর্ভস্থ জল ব্যবহার না করে নদীর জলকে শোধন করে এত মানুষের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে প্রশংসার সাথে সাধুবাদ জানায় এলাকার জনগণ ।পাইপলাইন সহ জলাধার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও সব এলাকায় জল না আসায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। 


         এতো বছর অতিক্রান্ত হয়ে গেলেও  গ্রাম পঞ্চায়েত মধ্যস্থ জলাধার নির্মাণ ও পাইপ লাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে , কিছু অঞ্চলে জল ছাড়াও হয়েছে। কিন্তু এখনো ব্লকের অনেক জায়গায় জল আসছে না। দেড়িয়াচক ডি-মহল সহ বেশকিছু গ্রামের মানুষ জল পাওয়া থেকে বঞ্চিত। জল আসার জন‍্য বিছানো পাইপ লাইন বহু এলাকায় ফেটে চৌচির। বিভিন্ন সেতুর কাছে লোহার পাইপে মরিচার ক্ষত ধরে একেবারেই ক্ষয়িষ্ণু হয়ে কঙ্কালসার হয়েছে।সাধারণ ভাবে রাস্তার ধার বরাবর যে সকল প্লাস্টিক পাইপ বসানো হয়েছিল , রাস্তা তৈরির খোঁড়াখুঁড়িতে সেগুলোও  অধিকাংশ জায়গায় ভেঙে গেছে । আবার পাইপ গুলো বসানো হয়েছে মাটি থেকে মাত্র এক বা দেড় ফুট নীচে ! গত বিধানসভা ভোটের ঠিক আগেই আধার কার্ড দেখে জল পড়ার ট‍্যাপ লাগিয়ে বাড়ি বাড়ি  সংযোগ দেওয়া হয় । বিধানসভার মেয়াদ শেষ হয়ে আবার ভোটের দোরগোড়ায় এসে পৌঁছে গেলেও দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত  এলাকার একাধিক পাড়ায় এখনো  জল আসেনি। এদিকে পানীয় জলের অভাব পূরণে পর্যাপ্ত বৈদ‍্যুতিক মটর চালিত গভীর নলকূপ বা সাব মার্শিবল বসানোর কাজও চলছে। যার ফল স্বরূপ মাটির নীচের জলের ব‍্যবহার বাড়ছে। জল অপচয়ও হচ্ছে। এলাকার মানুষজনের দাবী সরকারি ভাবে এই জলপ্রকল্পগুলির মাধ‍্যমে পরিস্রুত পানীয় জল যাতে সবাই পেতে পারে তার জন‍্য বিশেষ উদ‍্যোগ প্রয়োজন। ঠিকভাবে এই পরিষেবা পেলে সাধারণ মানুষ ভূগর্ভস্থ জলের ব‍্যবহার কমিয়ে নদীর পরিস্রুত জল ব‍্যবহারে সচেষ্ট হবে।