Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিনব উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার স্বাধীনতা দিবস পালন

অরুণ কুমার সাউ,এগরা: পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানব সেবার মাধ্যমে ৭৯ তম স্বাধীনতা দিবস পালিত হল। এলাকার শিশু ও সাধারণ মানুষের উপস্থিতিতে পতাকা উত্তোলন সাথে ৩ জন প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে ট্রাই…


অরুণ কুমার সাউ,এগরা: পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানব সেবার মাধ্যমে ৭৯ তম স্বাধীনতা দিবস পালিত হল। এলাকার শিশু ও সাধারণ মানুষের উপস্থিতিতে পতাকা উত্তোলন সাথে ৩ জন প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে ট্রাই সাইকেল,ব্যাটারি চালিত রিকশা ও হুইল চেয়ার বিতরণ বিতরণ করা হয়। পাশাপাশি  জটিল রোগাক্রান্ত রোগীর পরিবারের হাতে বেশ কিছুটা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু  তৃষানজিৎ -এর বোনম্যারো চেঞ্জর জন্য , দুটি কিডনি বিকল প্রভাত বাবুর চিকিৎসা জন্য , নতুন পেসমেকার বসানোর জন্য ইমরানের হাতে টাকা তুলে দেওয়া হয়।পয়েরাজ খাঁর জন্য ব্যাটারি চালিত রিকশা ,চম্পা বারিকর জন্য ট্রাই সাইকেল , সুপর্ণা মিশ্র জন্য হুইল চেয়ার তুলে দেওয়া হয়। উই কেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুভাষ নন্দ  সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন সবার পাশে থেকে স্বাধীনতার স্বাদ ভাগ করে নিলাম।