অরুণ কুমার সাউ, পাঁশকুড়া : উত্তর মেচগ্রাম বসন্ত আবাস শিক্ষাসদনের বীণাপাণি গুরুকুল ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঁশক…
অরুণ কুমার সাউ, পাঁশকুড়া : উত্তর মেচগ্রাম বসন্ত আবাস শিক্ষাসদনের বীণাপাণি গুরুকুল ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঁশকুড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়।ক্যানেল বাজার থেকে শুরু করে পুরাতন বাজারে মিছিল সহযোগে থানায় ডেপুটেশন দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়,স্কুলের হোস্টেলে শৌচাগারে একাদশ শ্রেণির এক ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয় না। ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের অনুমান ওই ছাত্রী আত্মহত্যা করেছে। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন ওঠেছে ওই ছাত্রীকে রেগিং করা হয়েছিল আর তার ফলস্বরূপ ওই ছাত্রীর মৃত্যু।
এদিনের বিক্ষোভ ওর থানায় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্জন মন্ডল, সান্তনু চক্রবর্তী, শ্রাবন্তী মন্ডল, সুমন্ত সী, কল্যাণ রায়, সিক্তা মাজি, নিরুপমা বক্সি, সমরেন্দ্রনাথ মাজি, সুনীল জানা সহ পাঁশকুড়া নাগরিক সমাজের সদস্য ও মেচগ্রামের অধিবাসীবৃন্দ। বিক্ষোভ কারী শ্রাবন্তী মন্ডল বলেন, - এই শিক্ষা নিবাসে একজন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার তিনদিন আগে এই ছাত্রীনিবাস এর তিনজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে।
এর আগেও এই ছাত্রী নিবাসে নানান অস্বাভাবিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত দাবি করছি।অপরাধীদের কঠোর শাস্তি দাবী করছি। আমরা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। "