Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুয়াডাঙ্গা হাইস্কুলে শুরু হলো দুদিনের ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে সোমবার শুরু হলো দুদিনের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। এদিন ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্…


নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে সোমবার শুরু হলো দুদিনের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। এদিন ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়র মল্লিক,স্টাফ কাউন্সিলের সম্পাদক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীরা।

সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শতাধিক বাছাই করা ছাত্রকে নিয়ে আটটি টীম গঠন করা হয়েছে।প্রতি টিমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর কমপক্ষে একজন করে ছাত্র রয়েছেন। এবারের দল গুলো বিখ্যাত সব ভারতীয় ফুটবলারদের নামে করা হয়েছে। দলগুলোর নামকরণ করা হয়েছে গোষ্ঠ পাল,পি কে ব্যানার্জী, শৈলেন মান্না, চুনী গোস্বামী, আই এম বিজয়ন, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী,রহিম নবি প্রমুখের নামে।

প্রথম দিন চারটি নক আউট ম্যাচ হয়। চারটি দল সেমিফাইনালে উঠেছে। মঙ্গলবার দুটি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দল গুলো থেকে বাছাই ফুটবলার দের নিয়ে বিদ্যালয়ের দল গঠন করা হবে। বিদ্যালয়ের দুই ক্রীড়া শিক্ষক সুশান্ত কুমার ঘোষ ও অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে গঠিত ক্রীড়া উপসমিতি খেলা গুলো পরিচালনা করেছেন।