Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগরের জন্মদিনে এক দৃষ্টান্ত স্থাপন করলো মেসের ছেলেরা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া ১নং প্ৰাথমিক বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬ তম জন্মদিন পালিত হয়েছে এক অনন্য আঙ্গিকে।এবারের অনুষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া ১নং প্ৰাথমিক বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬ তম জন্মদিন পালিত হয়েছে এক অনন্য আঙ্গিকে।

এবারের অনুষ্ঠানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন, আবৃতি, নাচ গানের মধ্যেমে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করলো বিদ্যালয়ের সম্মুখের মেসের আট জন ছাত্র। এদের কেউবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র,কয়েকজন গবেষণারত ছাত্র।


দিন কয়েক পূর্বে কয়েকজন বিদ্যালয়ে এসে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ডাঃ বিশ্বজিৎ পড়্যা নিকট অনুরোধ জানান, যে তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দিতে চান। তারা বর্তমানে কর্মহীন আর কয়েকজন টিউশানও করেন।

তাদের এই মানসিকতাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কূর্ণিশ জানিয়ে সম্মতি প্রদান করেন। বর্তমান আত্মকেন্দ্রিক ও অবক্ষয় সমাজে বিদ্যাসাগরের চেতনা ও আদর্শবোধকে তুলে ধরে দৃষ্টান্ত স্থাপন করলো শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়ার মধ্যেমে। যা বর্তমান ও পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হবে।,উপস্থিত বক্তারা বলেন সমাজে যারা প্রতিষ্ঠিত ও চাকুরীজীবি তারাই বিদ্যালয়ের জন্য কিছু খরচ করতে হলে দশ বার ভাবেন । এই অষ্টবসু (৮ জন) ছাত্রদের ভাবনা আরো বেশি করে সমাজে ছড়িয়ে পড়লে সমাজের সামগ্রিক উন্নতি হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, সদর গ্রামীন চক্রের অন্তর্গত নেপুরা স্কুলের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার মাইতি ও মেদিনীপুর টাউন স্কুলের শিক্ষক সুনীতি কুমার শীট প্ৰমুখ।

উল্লেক্ষ ইতিপূর্বে ডাঃ বিমল গুড়িয়া ও ডাঃ মহাকুল বিদ্যাসাগরের ও রবীন্দ্রনাথের আবাক্ষ মূর্তি বিদ্যালয়কে প্রদান করেছেন ।